গোপনীয় এক জটিল রোগ গনোরিয়া। আজকে আমরা জানবো গনোরিয়া রোগের কারণ, লক্ষণ, এবং স্থায়ী চিকিৎসা সম্পর্কে। গনোরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি যৌন রোগ৷ সাধারণত মূত্রনালি, পায়ুপথ, মুখগহ্বর এবং চোখ গনোরিয়ার জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে৷ এই রোগ সাধারণত যৌনমিলন থেকে ছড়ায় এবং পুরুষ ও মহিলা উভয়েই আক্রান্ত হতে পারে৷ এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়৷
পুরুষ ও মহিলাদের যেকারো এই রোগ হতে পারে। তাই আসুন জেনে নেই গনোরিয়া রোগের লক্ষণ গুলি কি কি ?
পুরুষের ক্ষেত্রে যে লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলি হল -
এবার আসুন জেনে নেই এই রোগ কিভাবে প্রতিরোধ করবেন -
পুরুষ ও মহিলাদের যেকারো এই রোগ হতে পারে। তাই আসুন জেনে নেই গনোরিয়া রোগের লক্ষণ গুলি কি কি ?
পুরুষের ক্ষেত্রে যে লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলি হল -
- মূত্রনালিতে সংক্রমণ
- মূত্রনালি হতে পুঁজের মতো বের হয়।
- প্রস্রাব করতে কষ্ট হয়, জ্বালাপোড়া করে এবং প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে৷
- হাঁটু বা অন্যান্য গিঁটে ব্যথা করে, ফুলে ওঠে
- প্রস্রাব করতে কষ্ট হয় এবং এমনকি জটিল অবস্থায় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে৷
- পুরুষত্বহীন হয়ে যেতে পারে৷
- অনেক সময় মহিলাদের কোনও লক্ষণ নাও দেখা যেতে পারে৷
- যোনিপথ আক্রান্ত হতে পারে৷
- যোনিপথে এবং মূত্রনালিতে জ্বালা-পোড়া করে৷
- পুঁজ সদৃশ হলুদ স্রাব বের হয়৷
- তলপেটে ব্যথা হতে পারে৷
- ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে৷
- বন্ধ্যা হয়ে যেতে পারে৷
- যৌনমিলনে কনডম ব্যবহার করতে হবে৷
- মহিলাদের মাসিকের সময় পরিষ্কার কাপড় এবং প্যাড ব্যবহার করতে হবে৷
- স্বামী বা স্ত্রী একজন অসুস্থ হলে দুজনেরই চিকিৎসা করাতে হবে৷
- স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনও নারী বা পুরুষের সঙ্গে দৈহিক মিলন অনুচিত৷
- যৌনমিলনে স্বামী-স্ত্রীর বিশ্বস্ততা জরুরি৷
ডাঃ মোঃ গিয়াস উদ্দিন (ডিএইচএমএস - বিএইচএমসি, ঢাকা)
অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক (মডেল হোমিও ফার্মেসি। যাত্রাবাড়ী, ঢাকা।)
যৌনসমস্যা (দ্রুত বীর্যপাত, হস্তমৈথুন অভ্যাস, লিঙ্গ নিস্তেজ, যৌন দুর্বলতা, পুরুষত্বহীনতা, ধ্বজভঙ্গ, হাইড্রোসিল, ভেরিকোসিল, সিফিলিস, গনোরিয়া ইত্যাদি) স্ত্রীরোগ (ডিম্বাশয়ে টিউমার, সিস্ট, ব্রেস্ট টিউমার, জরায়ুতে টিউমার, জরায়ু নিচে নেমে আসা, যোনিতে প্রদাহ, অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্ব, অতিরিক্ত স্রাব ইত্যাদি), বাত ব্যথা, লিভার, কিডনি, আইবিএস, পুরাতন আমাশয়, গ্যাস্ট্রিক, পাইলস বা অর্শ, গেজ, ভগন্দর ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
কথা বলুন (সরাসরি ডাক্তার) : ০১৯২৪-০৪১৮৯৬ এবং ০১৭৮৯-১৪৪৩৭১
আপনার যেকোন স্বাস্থ সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে যোগাযোগ করুন।