Saturday, November 10, 2018

আথ্রাইটিস বা বাত (ঘাড়, হাঁটু, কোমর ব্যথা) থেকে মুক্তির কার্যকর হোমিও চিকিৎসা

যারা আথ্রাইটিস (Arthritis) বা বাত ব্যথায় ভুগছেন তারা বিষয়টি ভালো ভাবে জানার জন্য হয়তো খুঁজে চলেছেন - বাত ব্যথার, বাত ব্যথা থেকে মুক্তি, চিকিৎসা, ঔষধ, বাত ব্যথার, বাত ব্যথা বিশেষজ্ঞ, গেঁটে বাত, গাউট (Gout), হারের ব্যাথা, অস্টিও, রিউমাটয়েড আর্থ্রাইটিস বিশেষজ্ঞ, বাতের হোমিও চিকিৎসা, বাত ব্যথার লক্ষণ, রস বাত, আম বাত ইত্যাদি। কিন্তু এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে প্রথমেই এই ভিডিওটি দেখতে হবে -
আমাদের দেশে বাত শব্দটি বহুল প্রচলিত। শারীরিক বেশির ভাগ ব্যথাকেই আমরা বাত বলে থাকি। প্রকৃতপক্ষেই বেশিরভাগ শারীরিক ব্যথা বাত। তবে সব বাত এক নয়। দুই ধরনের বাত মানুষকে বেশি ভোগায়- গেটে বাত বা রিউমাটয়েড আথ্রাইটিস এবং ক্ষয় বাত বা অস্টিও আথ্রাইটিস। এর মধ্যে অস্টিও আথ্রাইটিসে ভোগা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। অস্টিও আথ্রাইটিস-এর কারণে ঘাড় কোমর বা হাঁটু ব্যথা হয়।

ঘাড় ব্যথা : ঘাড়ে সাতটি ছোট হাড় বা কশেরুকা থাকে। এই কশেরুকার আকার পরিবর্তন হয়ে ঘাড় থেকে বের হওয়া স্নায়ুতে চাপ পড়লে ঘাড় ব্যথা শুরু হয়। এই ব্যথা ঘাড় থেকে হাতে যায়, হাত ঝি ঝি ধরতে পারে। অনেক সময় হাতের আঙ্গুল অবশ মনে হয়। অনেকে মাথা ব্যথা বা কান ব্যথার অভিযোগও করে থাকেন। কারো কারো ব্যথা পিঠের দিকে চলে যায়।
আথ্রাইটিস বা বাত (ঘাড়, হাঁটু, কোমর ব্যথা) থেকে মুক্তির কার্যকর হোমিও চিকিৎসা
হাঁটু ব্যথা : অস্টিও আথ্রাইটিস জনিত হাঁটু ব্যথা খুব কমন। চল্লিশোর্ধ নারী-পুরুষ উভয়েই এই ধরনের ব্যথায় আক্রান্ত হতে পারেন। রোগীরা সিঁড়ি দিয়ে উঠতে নামতে, নামাজ পড়তে বেশি কষ্ট পান। যাদের কমোড নেই তারা ফ্রেস রুম ব্যবহারেও অসুবিধায় পড়ে যান। হাঁটুর ব্যথা সাধারণত হাঁটুতেই সীমাবদ্ধ থাকে।

কোমর ব্যথা : কোমড়ের পাঁচটি কশেরুকার এক বা একাধিক কশেরুকায় অস্টিও আথ্রাইটিস হলে কোমর ব্যথা হয়। ব্যথা কোমর থেকে পায়ে ছড়িয়ে পড়তে পারে। অনেকের পায়ের ব্যথা কোমরের ব্যথার চেয়ে তীব্র হয়। হাঁটলে ব্যথা বাড়তে পারে। স্বাভাবিক নিয়মে সেজদা রুকুও বাধাগ্রস্ত হতে পারে। কোমর ব্যথায় ভোগা অনেকের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটে।

বাত ব্যথার চিকিৎসা

বর্তমানে সমগ্র বিশ্বে সমস্ত প্রকার বাত ব্যথা স্থায়ী ভাবে নির্মূলের এক নম্বর চিকিৎসা হলো হোমিওপ্যাথি। তবে এই সমস্যা থেকে পরিত্রানের জন্য আপনাকে লোকাল হোমিও চিকিৎসকের কাছে না গিয়ে অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে ট্রিটমেন্ট নিতে হবে। তবে এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ। 

আথ্রাইটিস বা বাত (ঘাড়, হাঁটু, কোমর ব্যথা) থেকে মুক্তির কার্যকর হোমিও চিকিৎসা ডাক্তার আবুল হাসান 5 of 5
যারা আথ্রাইটিস (Arthritis) বা বাত ব্যথায় ভুগছেন তারা বিষয়টি ভালো ভাবে জানার জন্য হয়তো খুঁজে চলেছেন - বাত ব্যথার, বাত ব্যথা থেকে মুক্তি, চিক...

ডাঃ মোঃ গিয়াস উদ্দিন (ডিএইচএমএস - বিএইচএমসি, ঢাকা)

অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক (মডেল হোমিও ফার্মেসি। যাত্রাবাড়ী, ঢাকা।)

যৌনসমস্যা (দ্রুত বীর্যপাত, হস্তমৈথুন অভ্যাস, লিঙ্গ নিস্তেজ, যৌন দুর্বলতা, পুরুষত্বহীনতা, ধ্বজভঙ্গ, হাইড্রোসিল, ভেরিকোসিল, সিফিলিস, গনোরিয়া ইত্যাদি) স্ত্রীরোগ (ডিম্বাশয়ে টিউমার, সিস্ট, ব্রেস্ট টিউমার, জরায়ুতে টিউমার, জরায়ু নিচে নেমে আসা, যোনিতে প্রদাহ, অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্ব, অতিরিক্ত স্রাব ইত্যাদি), বাত ব্যথা, লিভার, কিডনি, আইবিএস, পুরাতন আমাশয়, গ্যাস্ট্রিক, পাইলস বা অর্শ, গেজ, ভগন্দর ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।

কথা বলুন (সরাসরি ডাক্তার) : ০১৯২৪-০৪১৮৯৬ এবং ০১৭৮৯-১৪৪৩৭১
আপনার যেকোন স্বাস্থ সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে যোগাযোগ করুন।